শেরপুর ই-সেন্টার

শেরপুর জেলা বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। পূর্বে ১৮২৯-২০১৫ পর্যন্ত এটি ঢাকা বিভাগের অন্তর্গত ছিল। শেরপুর জেলার আয়তন ১,৩৬৩.৭৬ বর্গকিলোমিটা।১৯৮৪ সালে বৃহত্তর ময়মনসিংহ জেলা থেকে পৃথক হয়ে শেরপুর জেলা গঠিত হয়।
ভৌগোলিক সীমানা উত্তরে ভারতের মেঘালয়, দক্ষিণ ও পশ্চিমে জামালপুর জেলা, ও পূর্ব দিকে ময়মনসিংহ জেলা। নামকরণ ও ইতিহাস শেরপুরের পুর্ব নাম ছিল দশকাহনিয়া।শেরপুরে যেতে ব্রহ্মপুত্র নদ খেয়া পাড়ি দিতে হত।খেয়া পারাপারের জন্য দশকাহন কড়ি নির্ধারিত ছিল বলে এ এলাকা দশকাহনিয়া নামে পরিচিতি লাভ করে। দশকাহনিয়া থেকে শেরপুর পরগনার নামকরণ হয় ভাওয়ালের জমিদার শের আলী গাজীর নাম আনুসারে। জমিদারি প্রথা বিলুপ্ত হবার পর পর্যায়ক্রমে পৌর শহর,মহকুমা এবং অবশেষে পাঁচটি উপজেলা নিয়ে ১৯৮৪ সালের ১২ ফেব্রুয়ারি শেরপুর জেলা প্রতিষ্ঠিত হয়।
আমাদের পন্য
অবস্থান মানচিত্র
