খুলনা ই-সেন্টার

খুলনা জেলা হল বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি প্রশাসনিক এলাকা। এটি খুলনা বিভাগেঅবস্থিত। অবস্থান ও আয়তন খুলনা জেলার উত্তরে যশোর ও নড়াইল জেলা; দক্ষিণে বঙ্গোপসাগর; পূর্বে বাগেরহাট জেলা এবং পশ্চিমে সাতক্ষীরা জেলা রয়েছে।[২] এর আয়তন ৪৩৯৪.৪৫ কিমি²। ভৌগলিক অবস্থান ও জলবায়ু খুলনা জেলার প্রধান নদী হল: রুপসা (অনুবৃত্তিক্রমে ভৈরব নদী ও আত্রাই নদী), বেতনা নদী, শিবসা নদী, পশুর নদী এবং কয়রার কপোতাক্ষ নদ।
আমাদের পন্য
অবস্থান মানচিত্র
